BD Sell Market - গ্রুপের আপডেট নিয়মাবলী
গ্রুপকে সুন্দরভাবে পরিচালনার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী নির্ধারণ করা হয়েছে। নিচে প্রতিটি নিয়ম ভালোভাবে পড়ুন ও অনুসরণ করুন।
⛔⛔ আপডেট নোটিশ ⛔⛔
গ্রুপ চলবে ১০০% নিয়ম অনুযায়ী। গ্রুপের নিয়ম ভঙ্গ করলে সরাসরি রিমুভ করে দেওয়া হবে।
(তাই মনে রাখবেন!)
0️⃣1️⃣👉 প্রতিদিনের পেমেন্ট প্রতিদিনই করতেই হবে (রাত ১২ টার আগে)। রাত ১২ টার ভিতরে পেমেন্ট না করতে পারলে, অবশ্যই অফার নেওয়ার পরের দিন সকাল ১১ টার আগে দিতে হবে (লাস্ট টাইম ১১.০০টা)। লেড পেমেন্টের রিপোর্ট ৩ বার এলে আজীবনের জন্য রিমুভ।
0️⃣2️⃣👉 গ্রুপে লেনদেন করতে হবে WhatsApp Business একাউন্ট দিয়ে। অফার ক্রয়-বিক্রয় ও হিসাব রাখার জন্য এটি বাধ্যতামূলক।
0️⃣3️⃣👉 WhatsApp প্রোফাইলে নিজের ছবি এবং নাম দিতে হবে। অন্য ছবি ব্যবহার করলে রিমুভ করা হবে।
0️⃣4️⃣👉 প্রতি তিন মাস পর পর ৫০ টাকা মাসিক ফি... বাধ্যতামূলক! অন্যথায় গ্রুপ থেকে রিমুভ করা হবে।
0️⃣5️⃣👉 পেমেন্টের পরে অবশ্যই স্ক্রিনশট এবং লাস্ট ৪ ডিজিট দিতে হবে। তা না হলে পেমেন্ট গ্রহণযোগ্য হবে না।
0️⃣6️⃣👉 ১০০০ টাকার উপরে কাউকে বাকি দেওয়া যাবে না। ৫০% পেমেন্ট নিয়ে অফার দিতে হবে, নতুবা এডমিন দায় নেবে না।
0️⃣7️⃣👉 ব্যালেন্স সেল এবং মানি এক্সচেঞ্জ সম্পূর্ণ নিষেধ❌
0️⃣8️⃣👉 ইনবক্সে রেট দেওয়া নিষেধ❗ কেউ ইনবক্সে রেট দিলে ৭ দিন পর টাকা দিবেন অথবা ২০ টাকা কম দিবেন। ধরা পড়লে রিমুভ।
0️⃣9️⃣👉 ভাংতি রেট দেওয়া যাবে না। রেটের শেষ সংখ্যা 0 অথবা 5 হতে হবে।
1️⃣0️⃣👉 7+7+7 গিফট প্যাকেজ এবং ওটিপি অফার নিজ দায়িত্বে করতে হবে। কোনো সমস্যা হলে এডমিন দায়ভার নিবে না।
1️⃣1️⃣👉 লোন থাকা সিমে রিচার্জ গেলে পুরো টাকা কাস্টমারকে ফেরত দিতে হবে।
1️⃣2️⃣👉 কেউ নিড দিলে একবার রেট দিবেন। একই রেট বারবার দেওয়া যাবে না।
1️⃣3️⃣👉 অফার ক্রয় - বিক্রয় ব্যতীত অন্য কিছু পোস্ট করা যাবে না। আলোচনা চাইলে সমাধান গ্রুপ ব্যবহার করুন।
1️⃣4️⃣👉 মেম্বার চুরি করে অন্য গ্রুপে এড করা যাবে না। ধরা পড়লে কোনো জামিন নাই!
⚠️ আদেশ ক্রমে: BD Sell Market এডমিন প্যানেল ⚠️