BD Sell Market – Offer Sell & Resell House Group | bdsellmarket.com
BD Sell Market BD Sell Market
© 2025 BD Sell Market. সর্বস্বত্ব সংরক্ষিত।
Home Posts পবিত্র জুম্মা: রহমত, বরকত ও নাজাতের দিন। এক নজরে দেখে নিন বিস্তারিত।
পবিত্র জুম্মা: রহমত, বরকত ও নাজাতের দিন। এক নজরে দেখে নিন বিস্তারিত।
15 Aug, 2025 2 মিনিট রিড 321 শব্দ

পবিত্র জুম্মা: রহমত, বরকত ও নাজাতের দিন। এক নজরে দেখে নিন বিস্তারিত।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
জুম্মার দিন মুসলমানদের জন্য সপ্তাহের সেরা দিন। এ দিনেই আদম (আ.) সৃষ্ট হয়েছেন, এ দিনেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। তাই জুম্মা মুসলিমদের কাছে ঈদুল ইয়াওম বা সাপ্তাহিক ঈদের মর্যাদা পেয়েছে।

জুম্মার ফজিলত
• সপ্তাহের সর্বোত্তম দিন—রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে।
• সামষ্টিক ইবাদত ও মিলনের দিন; মুসলিম ভ্রাতৃত্বকে দৃঢ় করে।
• নেক আমলের প্রতিদান বৃদ্ধি ও দোয়া কবুলের সম্ভাবনা বেশি।
হাদিসের বক্তব্য: সূর্য উদয়ের দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুম্মার দিন।

জুম্মার প্রস্তুতি
• গোসল করা, পরিষ্কার পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা।
• নখ কাটা, মিসওয়াক করা, চুল ও দাড়ির পরিচর্যা করা।
• আগেভাগে মসজিদে যাওয়া এবং অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকা।

জুম্মার দিনের সুন্নত আমল
• সূরা কাহফ তিলাওয়াত।
• বেশি বেশি দরুদ শরিফ পড়া।
• ইস্তেগফার বৃদ্ধি করা।
• নফল দোয়া ও যিকিরে যত্নবান হওয়া।

খুতবার আদব ও গুরুত্ব
• ইমাম খুতবা শুরু করলে সম্পূর্ণ নীরব থাকা।
• মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং অপ্রয়োজনীয় নড়াচড়া না করা।
• খুতবার উপদেশ জীবনে বাস্তবায়নের চেষ্টা করা।

দোয়া কবুল হওয়ার বিশেষ সময়
জুম্মার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে, যে সময়ে বান্দার দোয়া কবুল হয়। অধিকাংশ আলেমের মতে আসরের পর থেকে সূর্যাস্তের কাছাকাছি সময়ে সে মুহূর্ত হওয়ার সম্ভাবনা বেশি। এ সময় দোয়া, ইস্তেগফার ও দরুদে বেশি মনোযোগ দিন।

জুম্মার নামাজের ধাপ
1) অযু করে আগেভাগে মসজিদে যাওয়া।
2) মসজিদে গিয়ে নফল সালাত আদায় করা।
3) খুতবা মনোযোগ দিয়ে শোনা।
4) দুই রাকআত ফরজ জুম্মার নামাজ আদায় করা এবং পরের সুন্নতগুলো পড়া।

জুম্মা ও মুসলিম ঐক্য
শুক্রবারে মুসলমানরা এক কাতারে দাঁড়ায়। এটি ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের জীবন্ত প্রতীক। জুম্মা আমাদের পারস্পরিক সম্পর্ক মজবুত করে এবং সমাজে ন্যায়, নীতি ও সহমর্মিতা গড়ে তোলে।

প্রশ্নোত্তর
প্রশ্ন: জুম্মার দিনে কোন আমলগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ?
উত্তর: গোসল, পরিষ্কার পোশাক, সূরা কাহফ তিলাওয়াত, দরুদ, ইস্তেগফার ও আগেভাগে মসজিদে যাওয়া।

প্রশ্ন: খুতবার সময় কথা বলা যাবে কি?
উত্তর: না। খুতবার সময় নীরব থাকা সুন্নত আদবের অংশ।

প্রশ্ন: দোয়া কবুলের সময় কখন?
উত্তর: অধিকাংশের মতে আসরের পর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত সময়ে দোয়া কবুল হওয়ার আশা বেশি।

সমাপ্তি ও দোয়া
হে আল্লাহ, আমাদেরকে জুম্মার দিনের রহমত, বরকত ও মাগফিরাত দান করুন। আমাদের ঈমান শক্তিশালী করুন, আমল কবুল করুন এবং দুনিয়া ও আখিরাতে নাজাতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। আমীন।
জুম্মা মোবারক।

শেয়ার করুন: Facebook Telegram WhatsApp X