BD Sell Market – Offer Sell & Resell House Group | bdsellmarket.com
BD Sell Market BD Sell Market
© 2025 BD Sell Market. সর্বস্বত্ব সংরক্ষিত।
Home Posts BD Sell Market WhatsApp Verified অফার সেল রিসেল হাউস গ্রুপে এড হবেন কি ভাবে?
BD Sell Market WhatsApp Verified অফার সেল রিসেল হাউস গ্রুপে এড হবেন কি ভাবে?
18 Aug, 2025 2 মিনিট রিড 357 শব্দ

BD Sell Market WhatsApp Verified অফার সেল রিসেল হাউস গ্রুপে এড হবেন কি ভাবে?

BD Sell Market

Offer Sell Resell House Group এ যোগদানের নিয়ম

এই গাইডে পাবেন গ্রুপে এড হওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া, ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র এবং যাচাই সময় সম্পর্কে পরিষ্কার ধারণা।

ধাপ ১: ভেরিফিকেশন ফর্মে প্রবেশ

  1. প্রথমে bdsellmarket.com এ যান।
  2. সকল সার্ভিস বাটনে ক্লিক করুন, সেখানে প্রথমেই ভেরিফিকেশন বাটন পাবেন।
  3. ভেরিফিকেশন বাটনে ক্লিক করলে ফর্মের প্রথম ধাপে যাবেন। এখানে আপনার মোবাইলের লোকেশন চালু করতে হবে।
  • লোকেশন না চালু হলে “লোকেশন চালু হচ্ছে না” বাটনে ক্লিক করে ভিডিও দেখে লোকেশন চালু করুন।
  • লোকেশন চালু হলে “Allow Location” বাটনে ক্লিক করে মূল ফর্মে যান।

ধাপ ২: প্রাথমিক তথ্য

প্রথম ধাপে দিন:

  • আপনার নাম (ইংরেজিতে)
  • আপনার WhatsApp নাম্বার (যেটি দিয়ে গ্রুপে এড হবেন)
  • কীভাবে BD Sell Market সম্পর্কে জানলেন সেটি নির্বাচন করুন

Submit করলে মূল ভেরিফিকেশন ফর্মে চলে যাবেন।

ধাপ ৩: মূল ভেরিফিকেশন ফর্মে যা যা লাগবে

  • নাম
  • WhatsApp নাম্বার
  • মোবাইল নাম্বার
  • জাতীয় পরিচয়পত্র (NID) নাম্বার
  • জন্ম তারিখ
  • সম্পূর্ণ ঠিকানা
  • ফ্যামিলি কন্টাক্ট নাম্বার
  • বিকাশ/নগদ/রকেট নাম্বার

সব তথ্য পূরণ করে Submit করুন। চাইলে “Send to WhatsApp” বাটনে ক্লিক করে অফিসিয়াল WhatsApp নম্বরে সরাসরি পাঠাতে পারেন।

ধাপ ৪: ফর্ম জমার পর যে কাগজপত্র লাগবে

  • আপনার NID কার্ডের ছবি
  • বাবা ও মায়ের NID কার্ডের ছবি
  • সাম্প্রতিক বিদ্যুৎ বিলের ছবি
  • আপনার বর্তমান অবস্থার ৩ কপি ক্লিয়ার ছবি

উপরের সবকিছু অফিসিয়াল WhatsApp নম্বরে পাঠান এবং নির্ধারিত Admission Fee পরিশোধ করুন।

তথ্য যাচাইয়ের সময়

সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগে। এই সময়ের মধ্যে তথ্য সঠিক হলে আপনাকে Offer Sell Resell House Group এ এড করা হবে।

কেন এতো তথ্য প্রয়োজন

BD Sell Market একটি ১০০% ভেরিফাইড গ্রুপ। এখানে প্রায় ১,০০০+ সদস্য প্রতিদিন আনুমানিক ৪ থেকে ৫ লক্ষ টাকা লেনদেন করে। নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য সদস্য যাচাই করা হয়।

যা যা যাচাই করা হয়:

  • NID কার্ড অনলাইনে মিলিয়ে দেখা
  • ফ্যামিলি কন্টাক্ট নম্বারে কল করে নিশ্চিত হওয়া
  • প্রয়োজনে ঠিকানা বা পরিচয় সম্পর্কে সংক্ষিপ্ত জিজ্ঞাসাবাদ

সব কিছু ঠিক থাকলে তবেই গ্রুপে যুক্ত করা হয়। ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে।

সাধারণ জিজ্ঞাসা

ফি কত? নির্ধারিত Admission Fee আছে। আপডেটেড ফি ফর্ম বা WhatsApp এ জানানো হয়।

লোকেশন কেন দরকার? ফ্রড প্রতিরোধ এবং ভেরিফিকেশনের অংশ হিসেবে লোকেশন প্রয়োজন।

ডাটা সেফটি কেমন? প্রদত্ত তথ্য শুধুমাত্র যাচাই ও সদস্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয়।

প্রয়োজনে অফিসিয়াল WhatsApp নম্বরে যোগাযোগ করুন।

শেয়ার করুন: Facebook Telegram WhatsApp X