BD Sell Market – Offer Sell & Resell House Group | bdsellmarket.com
BD Sell Market BD Sell Market
© 2025 BD Sell Market. সর্বস্বত্ব সংরক্ষিত।
Home Posts BD Sell Market গ্রুপের – অফিসিয়াল আপডেট নোটিশ/নিয়মাবলী
BD Sell Market গ্রুপের – অফিসিয়াল আপডেট নোটিশ/নিয়মাবলী
22 Aug, 2025 4 মিনিট রিড 640 শব্দ

BD Sell Market গ্রুপের – অফিসিয়াল আপডেট নোটিশ/নিয়মাবলী


📢 বিডি সেল মার্কেট গ্রুপের – অফিসিয়াল আপডেট নোটিশ

বিষয়: গ্রুপের নিয়মাবলী, ব্যাখ্যা ও সদস্যদের করণীয়

প্রকাশের তারিখ: [২২ আগস্ট ২০২৫]

জারি কর্তৃপক্ষ: বিডি সেল মার্কেট এডমিন প্যানেল


🔰 ভূমিকা

বিডি সেল মার্কেট হলো একটি অনলাইন অফার সেল–রিসেল প্ল্যাটফর্ম, যেখানে প্রতিদিন হাজারো লেনদেন হয়। গ্রুপকে নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও সবার জন্য উপকারী রাখার জন্য কিছু নিয়ম চালু করা হয়েছে। এই নিয়মগুলো মানা প্রতিটি সদস্যের জন্য বাধ্যতামূলক।


📌 নিয়মাবলী ও বিস্তারিত ব্যাখ্যা 


1️⃣ প্রতিদিনের পেমেন্টের নিয়ম

প্রতিদিনের লেনদেনের টাকা অবশ্যই রাত ১২টার আগে পরিশোধ করতে হবে।

যদি কারও কারণে পেমেন্ট দেরি হয়, তবে পরদিন সকাল ১১টার আগে অবশ্যই পরিশোধ করতে হবে।

লাস্ট টাইম সকাল ১১টা।

একই ব্যক্তির নামে ৩ বার লেট পেমেন্ট রিপোর্ট আসলে তাকে স্থায়ীভাবে গ্রুপ থেকে রিমুভ করা হবে।

➡ কেন এই নিয়ম?

কারণ সময়মতো পেমেন্ট না হলে অন্য সদস্যদের ক্ষতি হয়, লেনদেনে আস্থা কমে যায় এবং প্রতারণার ঝুঁকি তৈরি হয়।


2️⃣ WhatsApp Business একাউন্ট ব্যবহার বাধ্যতামূলক

সব ধরনের লেনদেন শুধুমাত্র WhatsApp Business একাউন্ট ব্যবহার করে করতে হবে।

➡ কেন?

Business একাউন্টে লেনদেনের হিসাব রাখা সহজ হয়, ট্রাস্ট তৈরি হয় এবং প্রতারণার সুযোগ কমে যায়।


3️⃣ প্রোফাইল ছবি ও নাম

WhatsApp প্রোফাইলে নিজের আসল ছবি ও নাম ব্যবহার করতে হবে।

অন্য কোনো ছবি (যেমন ফুল, কার্টুন, লোগো, অচেনা ছবি) দিলে সরাসরি রিমুভ করা হবে।

➡ কেন?

আসল ছবি থাকলে সদস্যদের পরিচয় স্পষ্ট হয় এবং ভুয়া একাউন্ট ব্যবহারকারীরা সহজে শনাক্ত হয়।


4️⃣ মাসিক ফি

প্রতি তিন মাস পর পর ৫০ টাকা মাসিক ফি দিতে হবে।

ফি না দিলে সংশ্লিষ্ট সদস্যকে রিমুভ করা হবে।

➡ কেন?

গ্রুপ পরিচালনা, সিকিউরিটি ব্যবস্থা, অ্যাক্টিভিটি মেইন্টেইন করা এবং এডমিন টিমের খরচ সামলাতে এই ফি প্রয়োজন।


5️⃣ পেমেন্টের প্রমাণ (স্ক্রিনশট ও লাস্ট ৪ ডিজিট)

পেমেন্ট করার পর অবশ্যই স্ক্রিনশট ও ট্রান্স্যাকশনের লাস্ট ৪ ডিজিট দিতে হবে

এগুলো ছাড়া কোনো পেমেন্ট গ্রহণযোগ্য হবে না

➡ কেন?

এটি একটি ডাবল চেকিং সিস্টেম। স্ক্রিনশট + লাস্ট ৪ ডিজিট থাকলে ভুল বা জালিয়াতি হওয়ার সুযোগ থাকে না।


6️⃣ বাকির নিয়ম

১০০০ টাকার বেশি বাকিতে দেওয়া যাবে না

১০০০+ হলে কমপক্ষে ৫০% অগ্রিম টাকা নিতে হবে

নিয়ম না মানলে এডমিন দায় নেবে না

➡ কেন?

বড় অঙ্কের টাকা বাকি থাকলে ঝুঁকি বেড়ে যায় এবং বিরোধ তৈরি হতে পারে। তাই এই সীমাবদ্ধতা রাখা হয়েছে।


7️⃣ ব্যালেন্স সেল ও মানি এক্সচেঞ্জ নিষিদ্ধ

এই গ্রুপে ব্যালেন্স সেল এবং মানি এক্সচেঞ্জ করা সম্পূর্ণ নিষিদ্ধ

➡ কেন?

কারণ এগুলো প্রতারণার ঝুঁকি তৈরি করে, অনেক সময় ভুয়া ট্রান্স্যাকশনের মাধ্যমে সদস্যদের ক্ষতি হয়।


8️⃣ ইনবক্সে রেট দেওয়া যাবে না

কেউ ইনবক্সে রেট দিলে টাকা পাবেন দেরিতে (৭ দিন পর) অথবা ২০ টাকা কম পাবেন

ইনবক্সে রেট দেওয়া ধরা পড়লে সরাসরি রিমুভ করা হবে

➡ কেন?

সব রেট শুধু গ্রুপে দেওয়া হলে সবাই একই তথ্য দেখতে পায় এবং কারচুপির সুযোগ থাকে না।


9️⃣ ভাংতি রেট দেওয়া নিষেধ

কোনো রেট ভাঙতি আকারে দেওয়া যাবে না

রেটের শেষ সংখ্যা অবশ্যই 0 অথবা 5 হতে হবে

➡ কেন?

এতে লেনদেনের হিসাব রাখা সহজ হয় এবং অপ্রয়োজনীয় ঝামেলা কমে।


1️⃣0️⃣ গিফট প্যাকেজ ও ওটিপি অফার

7+7+7 গিফট প্যাকেজ বা ওটিপি অফার নিজ দায়িত্বে করতে হবে

কোনো সমস্যার জন্য এডমিন দায়ী থাকবে না

➡ কেন?

এ ধরনের অফার ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এটি করলে ঝুঁকি সম্পূর্ণ ব্যক্তিগত।


1️⃣1️⃣ লোন থাকা সিমে রিচার্জ

যদি লোন থাকা সিমে রিচার্জ চলে যায়, তবে সম্পূর্ণ টাকা কাস্টমারকে ফেরত দিতে হবে

➡ কেন?

কারণ কাস্টমার রিচার্জের টাকাই দিয়েছেন, সিমের লোন এডমিন বা কাস্টমারের সমস্যা নয়।


1️⃣2️⃣ অফারে রেট দেওয়ার নিয়ম

কেউ নিড দিলে একবারই রেট দিতে হবে

একই রেটে বারবার রেট দেওয়া যাবে না

অফারে শুধু রেট লিখবেন, অন্য কোনো টেক্সট, ইমোজি বা ছবি দেওয়া যাবে না

➡ কেন?

অতিরিক্ত লেখা বা বারবার রেট দিলে গ্রুপে স্প্যাম হয় এবং সঠিক অফার খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে।


1️⃣3️⃣ পোস্ট করার নিয়ম

গ্রুপে শুধুমাত্র অফার ক্রয়-বিক্রয় পোস্ট করা যাবে।

অন্য কোনো লিংক, ছবি, বা ভিন্ন ধরনের লেখা দেওয়া যাবে না।

আলোচনার প্রয়োজনে আলাদা সমাধান গ্রুপ ব্যবহার করতে হবে।

➡ কেন?

এতে মূল গ্রুপ পরিষ্কার থাকে এবং শুধুমাত্র অফার লেনদেন নিয়েই ব্যবহার হয়।


1️⃣4️⃣ মেম্বার চুরি কঠোরভাবে নিষিদ্ধ

কোনো সদস্যকে নিজের পারসোনাল বা অন্য গ্রুপে এড করা যাবে না

ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

➡ কেন?

এটি গ্রুপের প্রতি বিশ্বাসঘাতকতা। মেম্বার চুরি করলে গ্রুপ দুর্বল হয় এবং বিশৃঙ্খলা তৈরি হয়।


⚠️ শাস্তিমূলক ব্যবস্থা

প্রথমবার → সতর্কবার্ত

দ্বিতীয়বার → সাময়িক রিমু

তৃতীয়বার → স্থায়ী রিমুভ (আজীবনের জন্য)


✅উপসংহার

গ্রুপের নিয়ম-কানুন মানা প্রত্যেক সদস্যের জন্য বাধ্যতামূলক। এই নিয়মগুলো শুধু এডমিনের সুবিধার জন্য নয়, বরং সবার নিরাপত্তা, বিশ্বাস ও সুষ্ঠু লেনদেনের জন্য তৈরি করা হয়েছে।

সদস্য মানেই দায়িত্বশীলতা। নিয়ম মানলে গ্রুপ সবার জন্যই নিরাপদ থাকবে।


📌 আদেশক্রমে,

বিডি সেল মার্কেট এডমিন প্যানেল

শেয়ার করুন: Facebook Telegram WhatsApp X